সিঙ্গাপুরে লক্ষন ছাড়াই করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে মানুষ

কোন রকম লক্ষন ছাড়াই সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হচ্ছে। এই বিষয়টি সিঙ্গাপুর সরকারকে ভাবিয়ে তুলেছে। তাই সেখানে লকডাউন ধীরে ধীর শিথিল করা হচ্ছে। সিঙ্গাপুরে ডুরমেটরীতে বসবাসকারী অভিবাসী শ্রমিকরাই করোনা ভাইরাসে বেশী সংখ্যায় আক্রান্ত হচ্ছে। এখন যারা আক্রান্ত শনাক্ত হচ্ছেন তাদের অর্ধেকের বেশী আক্রান্ত শনাক্ত হচ্ছে কোন রকম লক্ষন ছাড়া। সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় গঠিত টাস্কফোর্সের সহ-প্রধান লরেন্স ওং সোমবার সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন। লরেন্স বলেন, “আমাদের অভিজ্ঞতা বলে, প্রতিটি লক্ষণযুক্ত শনাক্তের বিপরীতে কমপক্ষে একটি উপসর্গহীন কেস আছে।”

প্রায় দুই মাসের লকডাউন শেষে গত সপ্তাহে স্কুল এবং কিছু ব্যবসা-বাণিজ্য আবার চালু হয়েছে সিঙ্গপুরে। দেশটিতে এই পর্যন্ত ৩৮২৯৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ পর্যন্ত আক্রান্তদের মধ্য থেকে ২৫ জন মৃত্যুবরণ করেছে। ২৫৩৬৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ্য হয়েছে। আর চিকিৎসাধীন আছে ১২৯০৩ জন। দেশটিতে প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ৬৫৪৯ জন এবং প্রতি ১০ লক্ষে মৃত্যু হয়েছে ৪ জনের। আক্রান্তের তুলনায় মৃত্যু হার অনেক কম।