নরসিংদী জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত ৮০৩ জন

প্রকাশ হয়েছে জেলার করোনা ভাইরাসের সবশেষ আপডেট (০৮-০৬-২০২০ সকাল ১১টা পর্যন্ত)। নরসিংদী জেলা সিভিল সার্জন অফিস কর্তৃক প্রকাশ করা এই আপেডেটে দেখা যায় জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮০৩ জন। ১লা মে সংগ্রহকৃত ও ২রা মে ঢাকায় পাঠানো ১৭৬টি নমুনার মধ্য ৬১টি পজেটিভ এসেছে। এর মধ্য ২৪ জন সদর উপজেলার, ১৪ জন রায়পুরা উপজেলার, ০৬ জন পলাশ উপজেলার, ০৯ জন শিবপুর উপজেলার, ০২ জন মনোহরদী উপজেলার ও ০৬ জন বেলাব উপজেলার। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১১ জন। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-

সদর উপজেলাঃ ৫৫১ জন

রায়পুরা উপজেলাঃ ৬০ জন

শিবপুর উপজেলাঃ ৬০ জন

পলাশ উপজেলাঃ ৫৮ জন

মনোহরদী উপজেলাঃ ২৪ জন

বেলাব উপজেলাঃ ৪৫ জন


এ পর্যন্ত যে ১১ জন মৃত্যুবরণ করেছে তার মধ্য ৮ জন সদর উপজেলার, ১ জন উপজেলার রায়পুরা উপজেলার, ১ পলাশ উপজেলার ও ১জন বেলাব উপজেলার। জেলায় আইসোলেশনমুক্ত ২৫৯ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ৩৭ জন ও হোম আইসোলেশনে ৪৯৬ জন।