গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও ২৭৩৫ জন

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২৭৩৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৬৮৫০৪ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৪২ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৯৩০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৬৫৭ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ১৪৫৬০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে সোমবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘণ্টায় ১৩৯৬১টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ১২৯৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১০৮৪১ টি। গত ২৪ ঘণ্টায় যে ৪২ জন মৃত্যুবরণ করেছে তার মধ্য ৩৩ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছে। এর মধ্য ১১ থেকে ২০ বছর বয়সের মধ্য রয়েছে ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্য রয়েছে ৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য রয়েছে ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য রয়েছে ৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য রয়েছে ১০ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্য রয়েছে ১৪ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সের মধ্য রয়েছে ৪ জন ও ৯১ থেকে ১০০ বছর বয়সের মধ্য রয়েছে ২ জন। দেশে প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ৪১৬ জন, প্রতি ১০ লক্ষে মৃত্যু হয়েছে ৬ জন ও প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ২৪৯৬ জনের।