২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ৪২ জনের
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২৭৪৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৬৫৭৬৯ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৪২ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৮৮৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৫৭৮ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ১৩৯০৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে রবিবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।
গত ২৪ ঘণ্টায় ১৩১৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯৭৫৮৭ টি। গত ২৪ ঘণ্টায় যে ৪২ জন মৃত্যুবরণ করেছে তার মধ্য পুরুষ ৩৫ জন ও নারী ৭ জন। এর মধ্য হাসপাতালে মৃত্যুবরণ করেছে ৩০ জন ও বাসায় ১২ জন। এর মধ্য ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্য রয়েছে ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য রয়েছে ৭ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য রয়েছে ৯ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য রয়েছে ৭ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্য রয়েছে ১৪ জন, ৭১ থেকে ৩০ বছর বয়সের মধ্য রয়েছে ৩ জন ও ৯১ থেকে ১০০ বছর বয়সের মধ্য রয়েছে ১ জন।