লক্ষীপুর-২ আসনের এমপি শহিদুল ইসলাম পাপুল কুয়েতে গ্রেপ্তার

কুয়েতে গ্রেপ্তার হয়েছেন লক্ষীপুর-২ আসনের এমপি শহিদুল ইসলাম পাপুল। শনিবার রাত ৯টায় কুয়েতের সিআইডির একটি দল তাকে তার নিজ বাসা হতে গ্রেপ্তার করে। কুয়েতস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে মানব পাচার ও মানি লন্ডারিংসহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। কুয়েতে তার আউট সোর্সিং এর বেশ কয়েকটি কোম্পানী রয়েছে। এই সমস্ত প্রতিষ্ঠানে কর্মরতদের সাথে নানা ধরনের প্রতারনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কুয়েত থেকে তিনি কয়েক হাজার কোটি টাকা পাচার করেছেন বলে কুয়েত সরকারের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে।

জনাব শহিদুল ইসলাম পাপুল লক্ষীপুর-২ আসন থেকে গত নির্বাচনে স্বতন্ত্র হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে ১৪ দলের মনোনীত জাতীয় পাটির প্রার্থীকে পরাজিত করে নাটকীয়ভাবে এমপি নির্বাচিত হন। নির্বাচনের আগে জাতীয় পাটির ওই প্রার্থীকে মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করে এলাকা থেকে সরিয়ে দেন। নির্বাচনে জয়লাভ করতে তিনি প্রচুর অর্থ ব্যয় করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ক্ষমতাসীন আওয়ামীলীগের কর্মী-সমর্থকদের টাকা দিয়ে ম্যানেজ করে তার প্রচারনায় কাজে লাগিয়ে নির্বাচনে তিনি জয়লাভ করেন। পরে তার স্ত্রী সেলিনা ইসলামও সংসদের সংরক্ষিত আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসাবে এমপি নির্বাচিত হন।