পুলিশের ১৯ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন

এ পর্যন্ত সারাদেশে পুলিশের ১৯ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আর এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৯৯৯ জন ( শনিবার সকাল পর্যন্ত হিসাবে)। পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহসান জানান, পুলিশে মোট আক্রান্তের মধ্য শুধু ঢাকাতেই রয়েছে ১৮০৯ জন। তিনি জানান শনিবার সকাল পর্যন্ত পুলিশের ১৯ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছে।

আক্রান্তদের মধ্যে শনিবার সকাল পর্যন্ত ২৪৪৫ জন পুলিশ সদস্য পুরোপুরি সুস্থ হয়েছেন। আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ১৯৯৫ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। ৬৭২৩ জনকে আছেন কোয়ারেন্টাইনে। দেশে করোনা ভাইরাসের সংক্রমনের শুরু থেকেই মানুষের মধ্য সচেতনতা বৃদ্ধি করতে পুলিশ বাহিনীর সদস্যরা সন্মুখ সারির যোদ্ধা হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।