রবিবার থেকে জোন ভিত্তিক লকডাউন আসছে

দেশব্যপী লকডাউন আর হবে না। এবার এলাকা ভিত্তিক লকডাউন করা হবে করোনা ভাইরাসের সংক্রমন ছড়িয়ে পড়া এলাকাগুলিতে। সেই অনুযায়ী সংক্রমনের মাত্রা অনুসারে দেশকে রেড, ইয়োলো ও গ্রীন জোনে ভাগ করে এলাকা ভিত্তিক লকডাউন করা হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমনটি জানিয়েছেন। আজ সচিবালয়ে দফায় দফায় বৈঠক করে স্বাস্থ্য, স্বরাষ্ট্র, জনপ্রশাসন ও আইসিটি বিভাগ উপরোক্ত সিদ্ধান্তে উপনীত হয়। সারাদেশে আর সাধারন ছুটি আসবে না বলেও ফরহাদ হোসেন জানিয়েছেন।

রবিবার থেকেই ঢাকায় জোন ভাগ করে লকডাউন করা হবে। রেড জোনে সবকিছুই বন্ধ থাকবে। তবে ৩ জোনেই কি কি বিধিনিষেধ আরোপ করা যায় তা নিয়ে কাজ চলছে। সারাদেশে সংক্রমনের মাত্রা বেড়ে যাওয়ায় ঝুকি বিবেচনা করে সরকার নানা ধরনের ব্যবস্থা নেওয়ার কথা অনেকদিন থেকেই ভাবছে। প্রথমে সংক্রমন নিয়ন্ত্রনে রাখতে ও ঝুকি কমাতে সরকার সারাদেশে সাধারন ছুটি ঘোষনা করে এবং সেই সাথে দেশব্যপী লকডাউনও চলমান রাখে।