মোহাম্মদ নাসিমের অবস্থার অবনতি

করোনা ভাইরাসে আক্রান্ত মোহাম্মদ নাসিমের অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় নিয়োজিত একজন চিকিৎসক। এই অবস্থায় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ওই বোর্ডে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া। কনক কান্তি বড়ুয়া মিডিয়াকে জানান, “আমি ও ডা. দীন মোহাম্মদসহ ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। উনার অবস্থা সংকটাপন্ন।”

১লা জুন জ্বর ও কাশি নিয়ে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেসালাইজড হসপিটালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। এর কয়েকদিন আগে তার স্ত্রী ও বাসার কাজের মেয়ে করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হলে নাসিমও করোনা ভাইরাস পরীক্ষা করান। কিন্তু সেই সময়ে টেস্টে তার নেগেটিভ আসে। এর পর ১লা জুন আবার টেস্ট করালে রেসাল্ট পজেটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার কিছুটা উন্নতিও হয়। তবে শুক্রবার ভোরে ব্রেইন স্ট্রোক করলে সকালেই তার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়। এই অবস্থায় আজ তার অবস্থার অবনতির খবর আসে। মোহাম্মদ নাসিম একবার স্বরাষ্ট্রমন্ত্রী ও একবার স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামীলীগ প্রেসিডিয়ামের প্রভাবশালী সদস্য।