ঢাকা মেডিকেলের সামনে অসুস্থ্য মাকে রেখে ছেলের পলায়ন

অসুস্থ ওই নারী জানান, তারা মিরপুর কমার্স কলেজের পাশে একটি বস্তিতে আব্দুস সালামের বাড়িতে সপরিবারে ভাড়া থাকেন। বাড়িওয়ালা আব্দুস সালাম অসুস্থ নারীর শ্বাসকষ্ট ও কাশি দেখে করোনা সন্দেহ করায় মনোয়ারার ছেলে মোজাম্মেলকে ডেকে তাকে হাসপাতালে ভর্তি অথবা তার বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলেন। তারপরই মোজাম্মেল শনিবার দুপুরে তার মাকে ঢাকা মেডিকেলের গেটে নিয়ে আসে এবং সেখানেই মাকে ফেলে পালিয়ে যায় মোজাম্মেল।

অসুস্থ্য এই নারীকে ঢাকা মেডিকেলের সামনে দেখে লোকজন পুলিশ ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া অসুস্থ ওই নারীকে উদ্ধার করে করোনা ইউনিটে ভর্তি করেন। মনোয়ারা বেগম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইউনিট-২ এর ৭০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তবে তার করোনা হয়েছে কিনা তা পরীক্ষার পর জানা যাবে। অসুস্থ মনোয়ারা ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার জয়রামপুর গ্রামের মো. শাহজাহানের স্ত্রী।