গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ২৬৩৫ জন
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২৬৩৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৬৩০২৬ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৩৫ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৮৪৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৫২১ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ১৩৩২৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে শনিবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।
গত ২৪ ঘণ্টায় ১২৯০৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ১২৪৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সারাদেশে স্থাপিত ৫০টি ল্যাবে এই পরীক্ষা সম্পর্ন হয়েছে। দেশে এ পর্যন্ত ৩৮৪৮৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে ৩৫ জন মৃত্যুবরণ করেছে তাদের মধ্য ২৮ জন পুরুষ ও ৭ জন নারী রয়েছে। এর মধ্য হাসপাতালে মৃত্যুবরণ করেছে ২৫ জন, বাসায় ৯ জন ও ১ জনের মৃত্যুর স্থান জানা যায়নি। এর মধ্য ঢাকা বিভাগে মৃত্যুবরণ করেছে ২০ জন, চট্রগ্রাম বিভাগে মৃত্যুবরণ করেছে ৮ জন, সিলেট বিভাগে মৃত্যুবরণ করেছে ২ জন, রাজশাহী বিভাগে মৃত্যুবরণ করেছে ৩ জন ও বরিশাল বিভাগে ২ জন। এর মধ্য ১১ থেকে ২০ বছর বয়সের মধ্য ২ জন, ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্য ৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য ২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য ৩ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য ১০ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্য ৫ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্য ৯ জন ও ৮১ থেকে ৯০ বছর বয়সের মধ্য ১ জন রয়েছে।