দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ২৮২৮ জন

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২৮২৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৬০৩৯১ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৩০ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৮১১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৬৪৩ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ১২৮০৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে শুক্রবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘণ্টায় ১৪৬৪৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং এর মধ্য ১৪০৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশের ৫০টি ল্যাবে এই নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭২৩৬৫টি। গত২৪ ঘণ্টায় যে ৩০ জন মৃত্যুবরণ করেছে তার মধ্য ২৩ জন পুরুষ ও ৭ জন নারী রয়েছে। এদের মধ্য ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য ৩ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য ৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য ১১ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্য ৬ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্য ২ জন ও ৮১ থেকে ৯০ বছর বয়সের মধ্য ১ জন। শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ২০.০৭%, আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৪% এবং শনাক্ত বিবেচনায় সুস্থ্যতার হার ২১.২০%।