নরসিংদী জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত ৬১৪ জন

থামছে না জেলায় করোনা ভাইরাসের সংক্রমন। অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। জেলায় আরও ৫১ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। ২৮শে মে সংগ্রহকৃত ও ২৯শে মে ঢাকায় পাঠানো ১৬৩ট নমুনার ফলাফলে ৫১টি পজেটিভ এসেছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬১৪ জনে। নতুন করে আক্রান্ত এই ৫১ জনের মধ্য সদর উপজেলার রয়েছে ৩৭ জন, পলাশ উপজেলার ৩ জন, মনোহরদী উপজেলার ২ জন, শিবপুর উপজেলার ৫ জন ও বেলাব উপজেলার ৪ জন। নরসিংদী জেলা সিভিল সার্জন অফিস থেকে এই তথ্য নেওয়া হয়েছে। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-
সদর উপজেলাঃ ৪৩১ জন
রায়পুরা উপজেলাঃ ৪১ জন
শিবপুর উপজেলাঃ ৪২ জন
পলাশ উপজেলাঃ ৪৩ জন
মনোহরদী উপজেলাঃ ১৬ জন
বেলাব উপজেলাঃ ৪১ জন

জেলায় এ পর্যন্ত ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এর মধ্য ৫ জন সদর উপজেলার, ১ জন পলাশ উপজেলার ও ১ জন বেলাব উপজেলার।