গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ২৯১১ জন
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২৯১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৫২৪৪৫ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৩৭ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৭০৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৫২৩ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ১১১২০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে মঙ্গলবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪৯৫০টি ও ১২৭০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজধানীসহ দেশের ৫২টি ল্যাবে এই পরীক্ষা করা হয়। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩৩০৭৩টি। গত ২৪ ঘণ্টায় যে ৩৭ জন মৃত্যুবরণ করেছে তার মধ্য ৩৩ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছে। এর মধ্য হাসপাতালে মৃত্যুবরন অরেছে ২৮ জন ও বাসায় ৯ জন। প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ৩১৯ জন ও প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ২০২৪ জনের। দেশে প্রতি ১০ লক্ষে মৃত্যু হয়েছে ৪ জনের।