নরসিংদী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৬৩ জন

জেলায় নতুন করে আরও ১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৬৩ জনে। ২৭শে মে সংগ্রহকৃত ও ২৮শে মে ঢাকায় পাঠানো ৯৫টি নমুনার মধ্য ১৮টি পজেটিভ এসেছে। এর মধ্য ১৫টিই সদর উপজেলার, ১টি শিবপুর, ১টি পলাশ ও ১টি মনোহরদী উপজেলার। এই নিয়ে নরসিংদী সদর উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৯৪ জনে এবং যা জেলায় মোট আক্রান্তের ৭০ %। নরসিংদী সিভিল সার্জন অফিস থেকে এই তথ্য নেওয়া হয়েছে। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-

সদর উপজেলাঃ ৩৯৪ জন

রায়পুরা উপজেলাঃ ৪১ জন

শিবপুর উপজেলাঃ ৩৭ জন

পলাশ উপজেলাঃ ৪০ জন

মনোহরদী উপজেলাঃ ১৪ জন

বেলাব উপজেলাঃ ৩৭ জন

জেলায় এ পর্যন্ত ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এর মধ্য ৫ জন সদর উপজেলার, ১ জন পলাশ উপজেলার ও ১ জন বেলাব উপজেলার।