গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ২৩৮১ জন

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২৩৮১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৪৯৫৩৪ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ২২ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৬৭২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৮১৬ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ১০৫৯৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে সোমবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘণ্টায় ১১৪৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে এ পর্যন্ত ৩২০৯৬৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে ২২ জন মৃত্যুবরণ করেছে তার মধ্য পুরুষ ১৯ জন ও নারী ৩ জন রয়েছেন। এর মধ্য হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১৫ জন, বাসায় ৬ জন ও ১ জন হাসপাতালে আনার পথে। এর মধ্য ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্য ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য ৮ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য ৪ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্য ৭ জন ও ৮১ থেকে ৯০ বছর বয়সের মধ্য ২ জন।