নরসিংদী জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৪৫

২৭শে মে পাঠানো ৯৩টি নমুনার ফলাফলা আগেই পাওয়া গিয়েছিল। আজ বাকি ২৩টি নমুনার ফলাফলে ৫ জন পজেটিভ এসেছে। ৫ জনই সদর উপজেলার বলে নরসিংদী জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত দাঁড়াল ৫৪৫ জনে। জেলায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে মোট ৭ জন। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-

সদর উপজেলাঃ ৩৭৯ জন

রায়পুরা উপজেলাঃ ৪১ জন

শিবপুর উপজেলাঃ ৩৬ জন

পলাশ উপজেলাঃ ৩৯ জন

মনোহরদী উপজেলাঃ ১৩ জন

বেলাব উপজেলাঃ ৩৭ জন