ডঃ জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী-পুত্রও করোনা ভাইরাসে আক্রান্ত
গনস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডঃ জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী-পুত্রও করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই খবর জাফরুল্লাহ চৌধুরী নিজেই মিডিকে দিয়েছেন। জাফরুল্লাহ জানান তার স্ত্রী শিরিন পারভিন হকের জ্বর এবং কাশিও আছে। তার অবস্থা একটু বেশী খারাপ বলে জাফরুল্লাহ জানান। ছেলে ইয়ংম্যান হওয়ায় তার খুব বেশী অসুবিদা হচ্ছে না বলে তিনি জানান। দুজনেরই গণস্বাস্থ্যর রেপিট টেস্টিং কিট দিয়ে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলেও তিনি মিডিয়াকে জানান। অপরদিকে আরটি-পিসিআর টেস্টের জন্যও নমুনা দেওয়া হয়েছে বলে জাফরুল্লাহ জানিয়েছেন। স্ত্রীকে আজই গনস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করবেন বলে তিনি জানিয়েছেন।
জাফরুল্লাহ চৌধুরী নিজেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গনস্বাস্থ্য হাসপাতালে ভর্তি আছেন। তার এখনো জ্বর ও কাশি আছে বলে তিনি জানিয়েছেন। তিনি অক্সিজেন নিচ্ছেন ও ডায়ালাইসিসও করাচ্ছেন। এর আগে গনস্বাস্থ্যর তৈরী রেপিট কিট দিয়ে টেস্ট করে করোনা ভাইরাস পজেটিভ নিশ্চিত হন। পরে তিনি আরটি-পিসিআর টেস্টও করান। এই টেস্টেও তার পজেটিভ শনাক্ত হয়। তিনি ইতিমধ্য দুইবার প্লাজমা থেরাপী নিয়েছেন। তিনি দেশবাসীর কাছে নিজ ও পরিবারের জন্য দোয়া চেয়েছেন।