দেশে নতুন করে ১৭৬৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১৭৬৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৪৪৬০৮ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ২৮ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৬১০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৩৬০ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ৯৩৭৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে শনিবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘণ্টায় ৯৯৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। দেশের ৫০টি আরটি-পিসিআর ল্যাবে এই পরীক্ষা সম্পর্ন হয়। দেশে এ পর্যন্ত ২৯৭০৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে ২৮ জন মৃত্যুবরণ করেছেন তার মধ্য ২৫ জন পুরুষ ও নারী ৩ জন রয়েছেন। ২৬ জন মৃত্যুবরণ করেছে হাসপাতালে এবং ২ জন বাসায়। এর মধ্য ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য রয়েছেন ৪ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য রয়েছেন ৪ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য রয়েছেন ৯ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্য রয়েছেন ৬ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্য রয়েছেন ৩ জন ও ৮১ থেকে ৯০ বছর বয়সের মধ্য রয়েছেন ২ জন।