লিবিয়ায় বাংলাদেশী ২৬ নাগরিকের হত্যার বিচারেরে দাবি জানাল বাংলাদেশ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন লিবিয়া সরকারের কাছে এ আহবান জানান। শুক্রবার এই এক ভিডিও বার্তায় জনাব মোমেন এই তথ্য জানান। বৃহস্পতিবার লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর মিজদাহতে ২৬ বাংলাদেশীকে লিবিয়ান মিলিশিয়া বাহিনী গুলি করে হত্যা করে। এ ঘটনায় আহত অপর ১১ বাংলাদেশি চিকিৎসাধীন রয়েছেন। অন্য একটি সূত্র থেকে জানা যায়, লিবিয়ায় এক পাচারকারী নিহত হবার পর তার স্বজনরা প্রতিশোধ নিতে এই হত্যাকান্ড ঘটিয়েছে। লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে ৯৫ মাইল দূরে মিজদাহ নামক স্থানে এই হতাহতের ঘটনা ঘটে।

বাংলাদেশী ২৬ জনের সাথে আফ্রিকান ৪ নাগরিককেও হত্যা করেছে এই চক্রটি। এই ঘটনায় আরও ১১জন বাংলাদেশী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। আহতদের মধ্য ৫ জনের অবস্থা আশংস্কাজনক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন। এদের মধ্য ১ জন পালিয়ে এসে এক ফার্মেসী মালিকের বাসায় আশ্রয় নিয়ে লিবিয়াস্থ্য বাংলাদেশ মিশনে খবর দিলে কর্মকর্তারা লিবিয়া সরকারের সাথে যোগাযোগ করে এবং হতাহতদের খোঁজ খবর নেয়। ত্রিপলী থেকে ১০৬ মাইল দক্ষিনপশ্চিমে জিতানের একটি হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশী হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। পাচারকারীদের পরিচয় জানার চেষ্টা চলছে।