নরসিংদী জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪৯২ জন
২৯শে মে পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩২১৭ জনের। এর মধ্য ফলাফল পাওয়া গেছে ২৯৫৭টি নমুনার। তাতে মোট আক্রান্ত হয়েছে ৪৯২ জন। এর মধ্য সদর উপজেলারই রয়েছে ৩৪৭ জন। যা জেলায় মোট আক্রান্তের ৭০.৫২% । সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা যে হারে বেড়ে চলেছে তাতে জেলাবাসী ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার সদর উপজেলায় আক্রান্ত হয়েছে ২৫ জন এবং বুধবার আক্রান্ত হয়েছিল ১৮ জন। জেলায় আইসোলেশনে আছে ১৭ জন ও আইসোলেশন থেকে ছাড়া পেয়েছে ১৯৪ জন। জেলায় হোম আইসোলেশনে আছেন ২৭৬ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ৫ জন। যার মধ্য সদর উপজেলার ৪ জন ও পলাশ উপজেলার ১ জন। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-
সদর উপজেলাঃ ৩৪৭ জন
রায়পুরা উপজেলাঃ ৩৭ জন
শিবপুর উপজেলাঃ ৩৬ জন
পলাশ উপজেলাঃ ২৭ জন
মনোহরদী উপজেলাঃ ১০ জন
বেলাব উপজেলাঃ ৩৫ জন