নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ২৫২৩ জন

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২৫২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৪২৮৪৪ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ২৩ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৫৮২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৫৯০ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ৯০১৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে শুক্রবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘণ্টায় দেশে ১১৩০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮৭০৬৭টি। গত ২৪ ঘণ্টায় যে ২৩ জন মৃত্যুবরণ করেছে তার মধ্য ১৯ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৩৩২৪৭ জন চিকিৎসাধীন আছেন। দেশে প্রতি ১০ লক্ষে ২৬০ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে এবং প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ১৭৪৫ জনের। প্রতি ১০ লক্ষে মৃত্যু হয়েছে ৪ জনের।