লাদাখ সীমান্তে ভারত-চীন যুদ্ধ প্রস্তুতি চলছে

তিব্বতের গারি গুনসা বিমানবন্দর বিখ্যাত প্যাংগং লেক থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে অবস্থিত। চীন দুই দেশের সীমান্ত নিয়ে বিবাদের মাঝেই সেই বিমানবন্দরকেই সংস্কার করে যুদ্ধবিমান মোতায়েন করেছে। উপগ্রহের মাধ্যমে উঠানো ছবিতে দেখা মিলেছে মোট চারটি জে-১৬ যুদ্ধবিমান ইতিমধ্যেই সেই বিমানঘাঁটিতে রয়েছে। একটি গোয়েন্দা সংস্থা সূত্রের মাধ্যমে সেই বিমান বন্দরের দুটি ছবি সম্প্রতি ভারতের কাছে এসেছে। এর মধ্য একটি ছবি ৬ এপ্রিল তোলা বলে দাবি করা হচ্ছে। অন্য একটি ছবি গত ২১ মে–র। দু’‌টি ছবিতেই দেখা গিয়েছে ব্যাপক হারে নির্মাণ কাজ চলছে সেখানে। এছাড়া তৃতীয় আরেকটি ছবিতে সেখানে যুদ্ধবিমানও চোখে পড়েছে। আর এই বিমান বন্দর সংস্কার ও সেখানে ইতিমধ্য যুদ্ধ বিমান মোতায়েন করায় দুই দেশে ছড়িয়েছে তীব্র উত্তেজনা।

এর আগে গত ৫ মে লাদাখে ও ৯ মে সিকিমে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে চীনের সেনার একাধিকবার হাতাহাতি, মারপিটের ঘটনা ঘটেছে। তাতে দুই পক্ষের বেশ কয়েকজন জওয়ান গুরুতর আহত হয়েছিলেন। এরই মধ্যে চীনা কপ্টারের ভারতের আকাশসীমা লঙ্ঘনের ঘটনাও ঘটেছিল। তারপর থেকেই লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর ক্রমশ সেনা সংখ্যা বাড়িয়ে চলেছে চীন। ভারত গুপ্তচর উপগ্রহের ছবি বিশ্লেষণ করে জানতে পারে যুদ্ধকালীন তৎপরতায় চীন বহু সেনা ছাউনি ও অবকাঠামো গড়ে তুলেছে লাদাখ সীমান্ত ঘিরে। ভারী সামরিক সরঞ্জাম ও যুদ্ধাস্ত্রও জড়ো করেছে চীন। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করছে, পূর্ব লাদাখে থমথমে অবস্থা বিরাজ করছে। ভারতও সেখানে সৈন্য সমাবেশ ঘটিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সূত্রঃ আজকাল