রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আগুন, নিহত ৫
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আগুন লেগে ৫ জন রোগী নিহত হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটের এসি বিস্ফোরনে এই আগুনের সূত্রপাত হয়। এতে আইসোলেশনে থাকা ৫ জন করোনা রোগী আগুনে পুড়ে মারা গেছে। এই ইউনিটে মোট ৬ জন করোনা রোগী ছিল বলে জানা গেছে। রাত ৯টা ২০ মিনিটে আগুন লাগে এবং ১০টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রন করে। এই সময় আগুনে পুড়ে নিহত ৫ করোনা রোগীকে বাহির করে নিয়ে যেতে দেখেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।