নরসিংদীতে আরও ২০ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত

জেলায় নতুন করে ২০ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। ২১শে মে সংগ্রহকৃত ও ২২শে মে ঢাকায় পাঠানো ১০৯টি নমুনার ফলাফলে ২০ জন করোনা ভাইরাস কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪২৯ জনে। নতুন আক্রান্ত ২০ জনের মধ্য ১৬টি সদর উপজেলার, ১টি শিবপুর উপজেলার ও ৩ জন পলাশ উপজেলার। নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্র থেকে এই তথ্য সংগ্রহ করা হয়েছে। এর আগে আজ দুপুরে নরসিংদী সিভিল সার্জন অফিস জানিয়েছিল জেলা থেকে মোট ৩০৩০টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং এর মধ্য ২৬৫৭টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এর মধ্য মোট আক্রান্ত ছিল ৪০৯ জন। আজ আরও ১০৯টি নমুনার ফলাফল পাওয়ায় মোট ফলাফল পাওয়া গেল ২৭৬৬টি নমুনার। ফলে উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-

সদর উপজেলাঃ ৩০৪ জন

রায়পুরা উপজেলাঃ ৩৪ জন

শিবপুর উপজেলাঃ ৩১ জন

পলাশ উপজেলাঃ ২২ জন

মনোহরদী উপজেলাঃ ৮ জন

বেলাব উপজেলাঃ ৩০ জন

এর আগে জেলায় মোট ৫ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। এর মধ্য ৪ জন সদর উপজেলার ও ১ জন পলাশের। আজও স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে নরসিংদীর ১ জনের মৃত্যুর কথা বলা হয়েছে। তবে সিভিল সার্জন অফিস যে তথ্য প্রকাশ করেছে তাতে এই বিয়য়ে কিছু বলা হয়নি।