দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ১৫৪১ জন

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১৫৪১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৩৮২৯২ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ২২ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৫৪৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছে ৩৪৬ জন ও মোট সুস্থ্য ৭৯২৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে বুধবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘণ্টায় ৭৮৪৩টি নমুনা সংগ্রহ করা হয় এবং ৮০১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয় ২৬৬৪৫৬টি। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের ৪৮টি ল্যাবে এই পরীক্ষা সম্পর্ন হয়। গত ২৪ ঘণ্টায় যে ২২ জন মৃত্যুবরণ করেছে তার মধ্য ২০ জন পুরুষ ও ২ জন নারী রয়েছে। এর মধ্য ঢাকা ডিভিশনে ১০ জন, চট্রগ্রাম ডিভিশনে ১০ জন ও সিলেট ডিভিশনে ২ জন রয়েছেন। এর মধ্য ০ থেকে ১০ বছর বয়সের মধ্য ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্য ২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য ২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য ২ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য ৭ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্য ৭ জন ও ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্য ১ জন রয়েছে।