সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যাক্ষ নিলুফার মঞ্জুর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন

সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যাক্ষ নিলুফার মঞ্জুর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত রাত ১২টা ৫৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী সৈয়দ মঞ্জুর এলাহী তার স্বামী। মঞ্জুর এলাহী নিজেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাসায়ই আছেন। নিলুফার মঞ্জুরের মৃত্যুতে সানবিমস স্কুলের অগনিত সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীদের মধ্য শোকের ছায়া নেমে এসেছে।

নিলুফার মঞ্জুর ১৯৭৪ সালের ১৫ জানুয়ারি দেশের অন্যতম সেরা ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান ঢাকার সানবিমস স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি সোশ্যাল মার্কেটিং কোম্পানির সঙ্গেও যুক্ত ছিলেন। তার বাবা ডাঃ মফিজ আলী চৌধুরী ১৯৭২ সালে বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সদস্য ছিলেন। ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-১ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। ১৯৬৬ সালে সৈয়দ মঞ্জুর এলাহীর সঙ্গে নিলুফারের বিয়ে হয়। চার দশক ধরে তিনি দেশের শিক্ষা ক্ষেত্রে অবদান রেখেছেন। মৃত্যুকালে তিনি স্বামী, ১ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।