নরসিংদী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়াল

জেলায় নতুন করে ১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। ২০শে মে সংগ্রহকৃত ও ২১শে মে ঢাকায় পাঠানো ১৩৩টি নমুনা পরীক্ষার ফলাফলে ১৮টি পজেটিভ এসেছে। এই নিয়ে জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪০৯ জন। নতুন আক্রান্ত ১৮ জনের মধ্য ১৭ জন সদর উপজেলার ও ১জন শিবপুর উপজেলার। নরসিংদী জেলা সিভিল সার্জন অফিস থেকে এই তথ্য সংগ্রহ করা হয়েছে। সদর উপজেলায় আক্রান্তের হার ব্যপক হারে বেড়ে চলেছে। এই পর্যন্ত সদর উপজেলায় ২৯০ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। যা জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের প্রায় ৭১%। নীচে উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা প্রদান করা হল।

সদর উপজেলাঃ ২৯০ জন

রায়পুরা উপজেলাঃ ৩৪ জন

শিবপুর উপজেলাঃ ২৮ জন

পলাশ উপজেলাঃ ১৯ জন

মনোহরদী উপজেলাঃ ৮ জন

বেলাব উপজেলাঃ ৩০ জন

নরসিংদীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ৫ জন। এর মধ্য সদর উপজেলায় ৪ জন ও পলাশ উপজেলায় ১ জন রয়েছে।