দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ১১৬৬ জন

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১১৬৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৩৬৭৫১ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ২১ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৫২২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ২৪৫ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ৭৫৭৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে মঙ্গলবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘণ্টায় ৪৪১৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ৫৪০৭টি নমুনার। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫৮৫৫০টি। গত ২৪ ঘণ্টায় যে ২১ জন মৃত্যুবরণ করেছে তার মধ্য ১৪ জন পুরুষ ও ৭ জন নারী রয়েছে। দেশে প্রতি ১০ লক্ষে টেস্ট করা হয়েছে ১৫৭১ জনের ও প্রতি ১০ লক্ষে আক্রান্তের সংখ্যা ২২৩ জন। প্রতি ১০ লক্ষে মৃত্যুবরণ করেছে ৩ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন চিকিৎসাধীন আছেন ২৮৬৫০ জন।