আবারও দেশের সমূদ্র বন্দরসমূহে ৩ নাম্বার সতর্কতা সংকেত

উত্তর বঙ্গপোসাগর এলাকায় বায়ুচাপের আধিক্য বিরাজ করায় উত্তর বঙ্গপোসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকুলীয় এলাকা ও সমূদ্র বন্দরসমূহের উপরদিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। যার ফলে চট্রগ্রাম, কক্সবাজার, পায়রা ও মংলা বন্দরসমূহে ৩ নাম্বার স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বায়ুচাপের তারতম্যের আধিক্য ও অমাবস্যার প্রভাবে উপকুলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল,লক্ষীপুর, চাদপুর,নোয়াখালী, ফেনী, চট্রগ্রাম, ও কক্সবাজার এবং অদূরবর্তী চর ও দ্বীপ সমূহের নিন্মাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৪ ফুটের অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

উত্তর বঙ্গপোসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকাসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকুলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সূত্রঃ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।