নরসিংদী জেলায় আরও ৩১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত
জেলার করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯১ জনে। ১৯ই মে সংগৃহীত ও ২০শে মে ঢাকায় পাঠানো ১০১টি নমুনার মধ্য ৩১টি পজেটিভ এসেছে। এই ৩১ জনের মধ্য ২৭ জন সদর উপজেলার, ১ জন রায়পুরা উপজেলার ও ৩ জন বেলাব উপজেলার। মাধবদী নিবাসী শংকর ধর ( ৬০) গত ১৯শে মে আনুমানিক বিকাল ৫ ঘটিকায় করোনা ভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। ১৯শে মে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং ২০শে মে ঢাকায় পাঠানো হয়েছিল যা পজিটিভ এসেছে। ফলে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫ জনে। নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্র থেকে এই তথ্য সংগ্রহ করা হয়েছে। নীচে জেলার থানা ভিত্তিক করোনা ভাইরাসে আক্রান্তের পরিসংখ্যান দেওয়া হল।
সদর উপজেলাঃ ২৭৩ জন
রায়পুরা উপজেলাঃ ৩৪ জন
শিবপুর উপজেলাঃ ২৭ জন
পলাশ উপজেলাঃ ১৯ জন
মনোহরদী উপজেলাঃ ৮ জন
বেলাব উপজেলাঃ ৩০ জন
জেলায় এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৫ জন। এর মধ্য ৪ জন সদর উপজেলার ও ১ জন পলাশ উপজেলার।