দেশে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৩২০৭৮ জনে
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১৮৭৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৩২০৭৮ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ২০ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৪৫২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ২৯৬ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ৬৪৮৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে শনিবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।
গত ২৪ ঘণ্টায় ৯৯৭৭টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় ১০৮৩৪টি নমুনা। এ পর্যন্ত মোট ২৩৪৬৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় যে ২০ জন মৃত্যুবরন করেছে তার মধ্য ১৬ জন পুরুষ ও ৪ জন নারী। এদের মধ্য ১৫ জন হাসপাতালে মারা গেছেন, ৪ জন বাসায় ও একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এদের মধ্য ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্য রয়েছেন ২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য রয়েছেন ৩ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য রয়েছেন ৩ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য রয়েছেন ৮ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্য রয়েছেন ৩ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্য রয়েছেন ১ জন।