দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০২০৫ জনে
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১৬৯৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৩০২০৫ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ২৪ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৪৩২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৫৮৮ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ৬১৯০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে শুক্রবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।
গত ২৪ ঘণ্টায় ৯৯৯৩টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় ৯৭২৭টি নমুনার। এ পর্যন্ত ২২৩৮৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশের ৪৭টি ল্যাবে এই পরীক্ষা চালানো হয়। গত ২৪ ঘণ্টায় যে ২৪ জন মৃত্যুবরন করেছে তার মধ্য ঢাকা বিভাগে ১৩ জন, চট্রগ্রাম ডিভিশনে ৯ জন, বরিশাল ডিভিশনে ১ জন ও ময়মনসিংহ ডিভিশনে ১ জন রয়েছে। এদের মধ্য ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্য ৫ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য ৩ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য ২ জন, ৬১ থেকে ৬০ বছর বয়সের মধ্য ৬ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্য ২ জন ও ৮১ থেকে ৯০ বছর বয়সের মধ্য ১ জন। এর মধ্য হাসপাতালে মারা গেছে ১৫ জন, বাসায় মারা গেছে ৮ জন ও ১ জন মারা গেছে হাসপাতালে আনার পথে।