নরসিংদীতে আরও ২০ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত

নরসিংদী জেলায় আরও ২০ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এর আগে আজই সকালে নরসিংদী সিভিল সার্জন সূত্র থেকে জেলায় ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানানো হয়েছিল। এই ৬ জনের মধ্য ৩ জন ছিল পুরাতন রোগী এবং ৩ জন ছিল নতুন রোগী। নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন এই ৬ জনের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছিল। ১৭ই মে সংগৃহীত ও ১৮ই মে ঢাকায় পাঠানো ৭৩টি নমুনার ফলাফলে ২০ জনের পজেটিভ এসেছে। ফলে জেলায় এখন মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৫৫ জন। এই ২০ জনের মধ্য সদর উপজেলার রয়েছে ১৮ জন, মনোহরদীর রয়েছে ১ জন ও শিবপুরের ১ জন। নীচে উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দেওয়া হল।

সদর থানাঃ ২৪৫ জন

রায়পুরা থানাঃ ২৯ জন

পলাশ থানাঃ ১৯ জন

বেলাবো থানাঃ ২৭ জন

শিবপুর থানাঃ ২৭ জন

মনোহরদী থানাঃ ৮ জন

শুধু সদর উপজেলায়ই আক্রান্ত হয়েছে মোট ২৪৫ জন যা জেলায় মোট আক্রান্তের ৬৯%। তবে জেলায় প্রতিদিনের করোনা ভাইরাস আপডেটে ছন্দপতন ঘটেছে। প্রতিদিন রিপোর্ট প্রদান করা হলে মানুষের মধ্য বিভ্রান্তি দূর হত। জেলাবাসী করোনা ভাইরাসের নিয়মিত আপডেট আশা করছে।