গত ২৪ ঘণ্টায় দেশে ১৭৭৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১৭৭৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ২৮৫১১ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ২২ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৪০৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৩৯৫ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ৫৬০২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে বৃহস্পতিবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘণ্টায় ১০১৭৪টি নমুনা সংগ্রহ করা হয় ও পরীক্ষা করা হয় ১০২৬২টি নমুনা। এ পর্যন্ত দেশে ২১৪১১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশের ৪৭টি ল্যাবে এই পরীক্ষা চালানো হয়। গত ২৪ ঘণ্টায় যে ২২ জন মৃত্যুবরন করেছেন তাদের মধ্য ১৯ জন পুরুষ ও ৩ জন নারী। এর মধ্য ঢাকা বিভাগে রয়েছে ১০ জন ও অন্যান্য বিভাগে ১২ জন রয়েছে। এর মধ্য হাসপাতালে মৃত্যুবরন করেছে ১৬ জন ও বাসায় ৫ জন। আর একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্য ১১ থেকে ২০ বছর বয়সের মধ্য ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্য ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্য ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্য ১০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্য ৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্য ২ জন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্য ২ জন রয়েছে।