নরসিংদীতে আরও ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত

জেলায় আরও ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩২ জনে। ১৬ই মে সংগৃহীত ও ১৭ মে ঢাকায় পাঠানো ৮৭টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন এই ১০ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্য ৬ জন সদর উপজেলার, ২ জন মনোহরদী উপজেলার, ১ জন রায়পুরা উপজেলার ও ১ জন বেলাব উপজেলার রয়েছে। নরসিংদী সিভিল সার্জন সূত্র থেকে এই তথ্য সংগ্রহ করা হয়েছে। এর আগে ১৯শে মে নরসিংদীর সিভিল সার্জন ডঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন স্বাক্ষরিত এক পরিসংখ্যানে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৪ জন দেখানো হয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যের সাথে মৃত্যুর এই সংখ্যার গরমিল লক্ষ করা গেছে। নীচে উপজেলা ভিত্তিক করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেওয়া হল।

সদর থানাঃ ২২৪ জন

রায়পুরা থানাঃ ২৯ জন

পলাশ থানাঃ ১৯ জন

বেলাবো থানাঃ ২৭ জন

শিবপুর থানাঃ ২৬ জন

মনোহরদী থানাঃ ৭ জন

১৯শে মে সিভিল সার্জন স্বাক্ষরিত পরিসংখ্যানে দেখা যায় জেলায় মোট ২৩২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত জেলা হাসপাতাল থেকে ১৬৬ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।