নরসিংদী জেলায় আজও ১৬ জন আক্রান্ত শনাক্ত

ব্যপক হারে বেড়ে চলেছে নরসিংদী জেলায় করোনা ভাইরাসের সংক্রমন। ১৬ই মে পাঠানো ৯৭টি নমুনার পরীক্ষায় ১৬ জন পজেটিভ শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩২২ জন। নতুন করে আক্রান্তদের মধ্য নরসিংদী সদর উপজেলার ১৫ জন ও পলাশ উপজেলার ১ জন রয়েছে। নরসিংদী সদর উপজেলায় পাল্লা দিয়ে বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা যা এ পর্যন্ত দাঁড়াল ২১‌৮ জনে এবং যা জেলায় মোট আক্রান্তের প্রায় ৬৭%। জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৪ জন মৃত্যুবরন করেছেন। নীচে উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দেওয়া হল।

সদর থানাঃ ২১৮ জন

রায়পুরা থানাঃ ২৮ জন

পলাশ থানাঃ ১৯ জন

বেলাবো থানাঃ ২৬ জন

শিবপুর থানাঃ ২৬ জন

মনোহরদী থানাঃ ৫ জন