দেশে নতুন করে আরও ১৬০২ করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১৬০২ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ২৩৮৭০ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ২১ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৩৪৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ২১২ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ৪৫৮৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে সোমবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘণ্টায় ৯৭৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে এ পর্যন্ত ১৮৫০৮৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে ২১ জন মারা গেছেন তারমধ্য ২০ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন। এদের মধ্য ৩১ থেকে ৪০ বছরের মধ্য ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্য ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্য ৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্য ৫ জন। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন চিকিৎসাধীন আছেন ১৮৯৩৬ জন।