নরসিংদীতে আরও ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত
জেলায় নতুন করে আরও ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এইন নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০৬ জনে। ১৪ই মে সংগ্রহ করা ১০৪টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। আজ ফলাফলে ১৪টি পজেটিভ এসেছে। এর মধ্য ১৩ জন রয়েছে সদর উপজেলার ও ১ জন রায়পুরা উপজেলার। এর আগে রবিবার দুপুরে নরসিংদী সিভিল সার্জন স্বাক্ষরিত এক তালিকায় দেখা যায় জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জন মৃত্যুবরন করেছে। নরসিংদী সিভিল সার্জন সূত্র থেকে এই তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে ১৫ ও ১৬ই মে এর নমুনার কোন তথ্য তারা আজ প্রদান করেনি। নীচে উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দেওয়া হল।
সদর থানাঃ ২০৩ জন
রায়পুরা থানাঃ ২৮ জন
পলাশ থানাঃ ১৮ জন
বেলাবো থানাঃ ২৬ জন
শিবপুর থানাঃ ২৬ জন
মনোহরদী থানাঃ ৫ জন