দেশে নতুন করে ১২৭৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১২৭৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ২২২৬৮ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ১৪ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৩২৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ২৫৬ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ৪৩৭৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে রবিবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘণ্টায় ৮৫৭৪টি নমুনা সংগ্রহ করে ৮১১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশের মোট ৪২টি ল্যাবে এই পরীক্ষা চালানো হয়েছে। এর মধ্য ঢাকার ২১টি ও ঢাকার বাইরের ২১টি ল্যাব রয়েছে। দেশে এ পর্যন্ত ১৭৫২২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে ১৪ জন মৃত্যুবরন করেছে তাদের মধ্য ১৩ জন পুরুষ ও ১ জন নারী রয়েছে। এর মধ্য ১১ থেকে ২০ বছর বয়সের মধ্য ১ জন,৩১ থেকে ৪০ বছরের মধ্য ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্য ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্য ৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্য ৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্য ৩ জন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্য ১ জন রয়েছে। ১৭৫৬৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।