আসছে ঘূর্ণিঝড় আস্পান, দেশের সমূদ্র বন্দর সমূহে ৪ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

আসছে ঘূর্ণিঝড় আস্পান। দক্ষিনপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিন্মচাপটি ঘনীভূত হয়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিনপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় গভীর নিন্মচাপে পরিনত হয়েছে। এটি আরও অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় আস্পানে পরিনত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি এখনো ( ১৭/৫/২০ সকাল ৬টায়) একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভুত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আস্পানের প্রভাবে সমূদ্রে উত্তাল অবস্থা বিরাজ করছে। যার কারনে বাংলাদেশের সমূদ্র বন্দর সমূহে ৪ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় আস্পান সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে; কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে; মোংলা সমুদ্রবন্দর থেকে ১২৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। সে সময় ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ছিল ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। এটি মঙ্গলবার গভীর রাতে বাংলাদেশের উপকুল এলাকায় আঘাত আনতে পারে। সূত্র বাংলাদেশ আবহাওয়া অফিস।