১ দিনেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পুলিশের ২৪১ জন সদস্য

দেশের করোনা ভাইরাস পরিস্থিতিতে সন্মূখভাগের যোদ্ধা হিসাবেই দায়িত্ব পালন করে যাচ্ছেন পুলিশ সদস্যরা। আর এই দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন পুলিশের একাধিক সদস্য। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন সর্বাধিক ২৪১ জন পুলিশ সদস্য। এই পর্যন্ত পুলিশের ২৩৮২ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্য ইতিমধ্য মারা গেছেন ৭ জন সদস্য। আর এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন পুলিশের ৩৮১ জন সদস্য। আক্রান্তদের মধ্য মাঠ পর্যায়ের দায়িত্ব পালনরত সদস্যদের সংখ্যাই বেশী বলে জানা গেছে। আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্য ১০৪১ জন। এছাড়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন হয়েছেন বলে পুলিশ কন্ট্রোল রুম সূত্র থেকে জানা গেছে।

পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমদ সম্প্রতি বলেছেন, কোন রকম ট্রেনিং ছাড়াই পুলিশ সদস্যরা করোনার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। তাদের এই ত্যগ মানুষ চিরদিন মনে রাখবে। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের দেখভালের জন্য উচ্চ পদস্থ অফিসারদের দিয়ে একটি পরিদর্শক টিম গঠন করা হয়েছে। যারা সার্‌বক্ষনিকভাবে করোনা ভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের খোঁজখবর রাখবেন।