রাজধানীর মধ্য করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশী মহাখালীতে
আইইডিসিআরের ১৫মে সকাল ৮টা পর্যন্ত আপডেট করা পরিসংখ্যানে দেখা যায় রাজধানীর মধ্য মহাখালীতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশী। ১৫মে সকাল ৮টা পর্যন্ত আপডেট তালিকায় দেখা যায় মহাখালীতে ২২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। আইইডিসিআরের আপডেট অনুযায়ী মহাখালীর পরেই রয়েছে যথাক্রমে যাত্রাবাড়ি, রাজারবাগ, মহম্মদদপুর ও মুগদার স্থান। নীচে ঢাকা শহরের সবচেয়ে বেশী আক্রান্ত ১০টি এলাকার নাম ও আক্রান্তের সংখ্যা দেওয়া হল।
১। মহাখালী-২২৩ জন
২। যাত্রাবাড়ি-২২১ জন
৩। রাজারবাগ-২০৪ জন
৪। মোহাম্মদপুর-১৮৯ জন
৫। মুগদা-১৮৯ জন
৬। কাকরাইল-১৭৬ জন
৭। তেজগাও-১৩৮ জন
৮। লালবাগ-১১৭ জন
৯। বাবু বাজার-১১৫ জন
১০। উত্তরা-১০৪ জন
আইইডিসিআর প্রকাশিত তালিকায় দেখা যায়, রাজধানীতে মোট ৮৫৯৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যা সারাদেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের ৫৭.৮৯%। মৃত্যুর সংখ্যার দিক থেকে এ পর্যন্ত রাজধানীতেই সর্বাধিক মৃত্যু হয়েছে।