দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২০৯৯৫ জন

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৯৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ২০৯৯৫ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ১৬ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৩১৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ২৩৫ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ৪১১৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে শনিবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

দেশে গত ২৪ ঘণ্টায় ৬৫০১টি নমুনা সংগ্রহ করা হয় এবং ৬৭৮২টি নমুনা পরীক্ষা করা হয়। ঢাকার ১২টি ও ঢাকার বাইরের ২১টি ল্যাবে এই পরীক্ষা সম্পূর্ণ করা হয়। গত ২৪ ঘণ্টায় যে ১৬ জন মৃত্যুবরন করেছে তাদের মধ্য ঢাকার রয়েছে ১২ জন ও ঢাকার বাইরের ৪ জন। এদের মধ্য ৩১ থেকে ৪০ বছরের মধ্য ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্য ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্য ৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্য ৩ জন ও ৭১ থেকে ৮০ বছরের মধ্য ১ জন।