কুয়েতে করোনা ভাইরাসের সংক্রমনে দিশেহারা বাংলাদেশীরা

প্রতিদিনই কুয়েতে বেড়ে চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮৮৫ জন। এর মধ্য ১১৫ জন কুয়েত প্রবাসী বাংলাদেশীও রয়েছে। দেশটিতে বসবাসরত মিশরী ও ইন্ডিয়ানরা সবচেয়ে বেশী সংখ্যায় করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ২৬৭ জন মিশরী, ১৮৪ জন ইন্ডিয়ান ও ১০৯ জন কুয়েতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাকি ২১০ জন কুয়েতে কর্মরত অন্যান্য দেশের নাগরিক রয়েছেন। কুয়েতে এ পর্যন্ত ১২৮৬০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছে ৮ জন। এই নিয়ে দেশটতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯৬ জনে। গত ১ সপ্তাহেই কুয়েতে কর্মরত ৫ শতাধিক বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ইতিমধ্য কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কয়েকজন কুয়েত প্রবাসী বাংলাদেশী মৃত্যুবরন করেছে বলেও জানা গেছে।

কুয়েতে বিভিন্ন হাসপাতালের ডাক্তার ও সেবিকারাও বিপুল সংখ্যায় করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। দেশটির চিকিৎসা ব্যবস্থা প্রায় ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। কুয়েতে কর্মরত ২ লক্ষাধিক বাংলাদেশী শ্রমিক ঝুকিতে আছেন। ১ রুমে গাদাগাদি করে থাকেন ১০/১২ জন শ্রমিক। একেকটা বিল্ডিংয়ে থাকেন ৫০০ থেকে ১০০০ জন মানুষ। কুয়েত প্রবাসী বাংলাদেশীরা যেমন আতংস্কের মধ্য দিনযাপন করছেন তেমনি দেশে তাদের স্বজনরাও উৎকণ্ঠায় আছেন। তবে দেশটিতে করোনা ভাইরাসের প্রধান বাহক কুয়েতিরাই।

কুয়েতে প্রতি ১০ লক্ষ মানুষের মধ্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০১৭ জন ও প্রতি ১০ লক্ষ মানুষের মধ্য মৃত্যুবরন করেছে ২৩ জন। যেখানে বাংলাদেশে প্রতি ১০ লক্ষ মানুষের মধ্য আক্রান্ত হয়েছে ১২২ জন ও প্রতি ১০ লক্ষে মৃত্যুবরন করেছে ২ জন। দেশটিতে সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। কুয়েতের জনসংখ্যা ৪২৬২১৫৬ জন। এর মধ্য ২/৩ ভাগই সেদেশে কর্মরত বিদেশী নাগরিক। কুয়েতে কর্মরত অনেক বাংলাদেশী গত ২ মাস যাবৎ বেতন পাচ্ছেন না। ফলে অনেক বাংলাদেশী বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। আবার কুয়েতে বসবাসরত ৪ হাজারের অধিক বাংলাদেশী নানাহ কারনে অবৈধ হয়ে গেছেন দেশটিতে। কুয়েত সরকার সাধারন ক্ষমা ঘোষনা করায় এই অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশী শ্রমিকরা দেশে ফিরে আসার সুযোগ পেয়েছেন। কিন্তু এরাও এখন কুয়েতে খাদ্য ও বাসস্থানসহ নানা সমস্যায় আছেন।