দেশে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত ১২০২ জন
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১২০২ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ২০০৬৫ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ১৫ জন ও মোট মৃত্যুর সংখ্যা ২৯৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ২৭৯ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ৩৮৮২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে শুক্রবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।
গত ২৪ ঘণ্টায় ৯৫৩৯টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় ৮৫৮২টি নমুনা। দেশের ৪১টি ল্যাবে এই টেস্ট করা হয়। দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১০৭৫১২ জনের। এর মধ্য ঢাকায় ২০টি ল্যাব ও ঢাকার বাইরে ২১টি ল্যাব রয়েছে। গত ২৪ ঘণ্টায় যে ১৫ জন মৃতুবরন করেছে তাদের মধ্য ৭ জন পুরুষ ও ৮ জন নারী রয়েছে। এদের মধ্য ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্য ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্য ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্য ৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্য ৩ জন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্য ২ জন রয়েছে।