নরসিংদীতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪৭ জন
নরসিংদী জেলায় করোনা ভাইরাস কোভিড-১৯ এর সংক্রমন ক্রমে বেড়েই চলছে। ১১ই মে পাঠানো ৬৯ টি নমুনার মধ্য ৬৬টির ফলাফল এসেছে আজ। এর মধ্য ১৩ টি পজেটিভ এসেছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৪৭ জনে। নতুন আক্রান্তদের মধ্য ৭ জন শিবপুরের, ৪ জন সদরের, ১ জন মাধবদীর ও ১ জন পলাশের। নরসিংদী সিভিল সার্জন সূত্র থেকে এই তথ্য মিলেছে। নীচে থানা ভিত্তিক করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেওয়া হল।
সদর থানাঃ ১৪৭ জন
রায়পুরা থানাঃ ২৭ জন
পলাশ থানাঃ ১৮ জন
বেলাবো থানাঃ ২৫ জন
শিবপুর থানাঃ ২৫ জন
মনোহরদী থানাঃ ৫ জন
এদিকে দেশের করোনা ভাইরাস মহামারীর পরিেপ্রক্ষিতে সরকার ৩৯তম বিসিএসের মাধ্যমে ২০০০ চিকিৎসককে নিয়োগ দিয়েছে। এর মধ্য মঙ্গলবার ১৭ জন সদ্য নিয়োগপ্রাপ্ত চিকিৎসক নরসিংদী সিভিল সার্জন অফিসে যোগ দিয়েছে। এতে জেলার করোনা ভাইরাস রোগীসহ সার্বিক চিকিৎসা ব্যবস্থায় গতি আসবে বলে জেলাবাসী মনে করছে। এদিকে যোগদান অনুষ্ঠানে সদ্য যোগদানকারীদের করোনা ভাইরাস রোগীদের কিভাবে সেবা দিবে তার ব্রিফিং দেওয়া হয়।