দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৬২ জন ও মৃত্যু ১৯ জন
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১১৬২ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ১৭৮২২ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ১৯ জন ও মোট মৃত্যুর সংখ্যা ২৬৯ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছে ২১৪ জন ও ফলে মোট সুস্থ্যের সংখ্যা ৩৩৬১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে বুধবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।
গত ২৪ ঘণ্টায় ৭৮৬২টি নমুনা সংগ্রহ করে ৭৯০০টি নমুনা পরীক্ষা করে ১১৬২ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত পাওয়া যায়। দেশে এ পর্যন্ত ১৪৪৫৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশের ৪১টি ল্যাবে এই পরীক্ষা করা হয়। নতুন ৩টি ল্যাব যুক্ত হয়েছে, এর মধ্য ঢাকায় ২টি ও জামালপুরে ১টি। গত ২৪ ঘণ্টায় যে ১৯ জন মৃত্যুবরন করেছে তাদের মধ্য ১২ জন পুরুষ ও.৭ জন নারী রয়েছে। এর মধ্য শুধু ঢাকায় রয়েছে ১৩ জন ও ঢাকার বাইরে ৬ জন। ১৪১৯২ জন জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ও এর মধ্য ১ জন ক্রিটিক্যাল অবস্থায় আছেন।