কুয়েতে ১ দিনেই আক্রান্ত ৯৯১ জন, এর মধ্য ১১৮ জন বাংলাদেশী রয়েছে

মধ্যপ্রাচ্যের ছোট দেশ কুয়েতে হুরহুর করে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ১দিনে দেশটিতে ৯৯১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্য ১১৮ জন বাংলাদেশীও রয়েছে। ভারতের রয়েছে ৩০০ জন, মিশরের ২২২ জন, ১৩৮ জন কুয়েতি ও অন্যান্য দেশের রয়েছে ২১৩ জন। গত ১ দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জন মৃত্যুবরন করেছে। দেশটিতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১০২৭৭ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৭৫ জন। মৃতদের মধ্য কয়েকজন বাংলাদেশীও রয়েছে। কুয়েতের স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙ্গে পড়েছে। করোনা ভাইরাসের সংক্রমন নিয়ন্ত্রনে ১০ই মে থেকে কুয়েতে চলছে অভিরাম কারফিউ যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৩০শে মে পর্যন্ত চলবে।

দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সুস্থ্য হয়েছে ৩১০১ জন। চিকিৎসাধীন আছেন ৭১০১ জন ও এর মধ্য ক্রিটিক্যাল অবস্থায় আছেন ১৫৮ জন। দেশটিতে প্রতি ১০ লক্ষ জনসংখ্যার মধ্য আক্রান্ত হয়েছে ২৪০৬ জন ও প্রতি ১০ লক্ষে মৃত্যুবরন করেছে ১৮ জন। প্রতি ১০ লক্ষ মানুষের মধ্য করোনা ভাইরাস টেস্ট হয়েছে ৪৫৯৮৮ জনের। দেশটিতে কয়েক হাজার অবৈধ বাংলাদেশী কাজ করছে। সম্প্রতি কুয়েত সরকার এই অবৈধ বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারকে চাপ ও হুমকি দিয়ে যাচ্ছে নানাভাবে।