নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৯৬৯ জন

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৯৬৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ১৬৬৬০ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ১১ জন ও মোট মৃত্যুর সংখ্যা ২৫০ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছে ২৪৫ জন ও ফলে মোট সুস্থ্যের সংখ্যা ৩১৪৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে মঙ্গলবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ৬৮৪৫টি নমুনা সংগ্রহ করে ৬৭৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে এ পর্যন্ত মোট ১৩৬৬৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। দেশের ৩৮টি ল্যাবে এই পরীক্ষা সম্পূর্ণ হয়। গত ২৪ ঘণ্টায় যে ১১ জন মৃত্যুবরন করেছে তাদের মধ্য ৭ জন পুরুষ ও ৪ জন নারী। এর মধ্য ৫ জন ঢাকার ও ৬ জন ঢাকার বাইরের। এর মধ্য ১ জন নরসিংদী ও ১ জন নারায়নগঞ্জের রয়েছে।