দেশে প্রতি ১০ লক্ষে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৫ জনে

দেশে ক্রমেই বেড়ে চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এখন ১৫৬৯১ জন ও মোট মৃত্যুর সংখ্যা ২৩৯ জন। এ পর্যন্ত সুস্থ্য হয়েছে মোট ২৯০২ জন। আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন মোট ১২৫৫০ জন।  দেশে প্রতি ১০ লক্ষ জনসংখ্যার মধ্য করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ জনে। অপরদিকে প্রতি ১০ লক্ষ মানুষের মধ্য মারা গেছে ১ জন। এদিকে প্রতি ১০ লক্ষে করোনা ভাইরাস পরীক্ষা হয়েছে ৭৮৯ জনের। এ পর্যন্ত মোট টেস্ট হয়েছে ১২৯৮৬৫ জনের।

অপরদিকে প্রতি ১০ লক্ষে ভারতে আক্রান্ত হয়েছে ৪৯ জন ও প্রতি ১০ লক্ষে মৃত্যু হয়েছে ১ জনের। দেশটিতে প্রতি ১০ লক্ষে করোনা ভাইরাস পরীক্ষা হয়েছে ১২১৩ জনের। যুক্তরাষ্ট্রে প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ৪১৩৩ জন ও প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় মৃত্যু হয়েছে ২৪৪ জনের। যুক্তরাষ্ট্রে প্রতি ১০ লক্ষে করোনা ভাইরাস টেস্ট করা হয়েছে ২৮৫৩৩ জনের। স্পেনে প্রতি ১০ লক্ষ জনসংখ্যার মধ্য আক্রান্ত ও মৃত্যু হয়েছে যথাক্রমে ৫৬৬১ জন ও ৫৬৯ জন। দেশটিতে প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ৫২৭৮১ জনের। অপরদিকে ইতালীতে প্রতি ১০ লক্ষে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যথাক্রমে ৩৬২৩ জন ও ৫০৫ জন। দেশটিতে প্রতি ১০ লক্ষ জনসংখ্যার মধ্য করোনা ভাইরাস পরীক্ষা হয়েছে ৪২৪৩৯ জনের। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রতি ১০ লক্ষ জনসংখ্যার মধ্য আক্রান্ত ১১২২ জন ও প্রতি ১০ লক্ষে মৃত্যু ৭ জনের। দেশটিতে প্রতি ১০ লক্ষ জনসংখ্যার মধ্য করোনা ভাইরাস টেস্ট হয়েছে ১২৯১৬ জনের। সারাবিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪১৯৭৪৫৯ জন ও মোট মৃত্যু হয়েছে ২৮৪০৯৮ জনের। বিশ্বে গড়ে প্রতি ১০ লক্ষ জনসাধারনের মধ্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৩৮ জন ও প্রতি ১০ লক্ষে গড়ে মৃত্যু হয়েছে ৩৬.৪ জনের। সারাবিশ্বের ২১২টি দেশ ও অঞ্চল করোনা ভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে।